জিঘাংসা
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
এই ছবিতে বন্দী থাকার করিসনা আর ভুল।
ফুলগুলো তোর নেবে কেড়ে, দাম পাবেনা জল,
নরম মন তোর দেবে পিষে ভরবে হলাহল।
লোকলজ্জার দোহাই দিয়ে রাখবে তোকেই আগলে,
ধর্ষকদের নেই কোন লাজ কাগজে ছবি ছাপলে।
নারী মানেই যাদের কাছে স্তন আর যোণীময়,
তোর মন আর আবেগের যে নেই কোন পরিচয়।
জাগা হিংসা তাদের প্রতি নিজের মনে তোর,
শেষ কর তাকে যে তোর দিকে দিয়েছে বিষ নজর।
সত্যবতীর সত্ত্বা উঠুক তোর ভিতরে জেগে,
নগ্ন দেহে মা কালী রূপ উঠুক আবার রেগে।
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
এই ছবিতে বন্দী থাকার করিসনা আর ভুল।
ফুলগুলো তোর নেবে কেড়ে, দাম পাবেনা জল,
নরম মন তোর দেবে পিষে ভরবে হলাহল।
লোকলজ্জার দোহাই দিয়ে রাখবে তোকেই আগলে,
ধর্ষকদের নেই কোন লাজ কাগজে ছবি ছাপলে।
নারী মানেই যাদের কাছে স্তন আর যোণীময়,
তোর মন আর আবেগের যে নেই কোন পরিচয়।
জাগা হিংসা তাদের প্রতি নিজের মনে তোর,
শেষ কর তাকে যে তোর দিকে দিয়েছে বিষ নজর।
সত্যবতীর সত্ত্বা উঠুক তোর ভিতরে জেগে,
নগ্ন দেহে মা কালী রূপ উঠুক আবার রেগে।
No comments:
Post a Comment