১৯২০ সালে, আপনি যদি লাহোর বা করাচীর কোন হিন্দু বা শিখ ব্যবসায়ীকে এই কথা বলতেন যে আগামী ২৭ বছরের মধ্যে তাদেরকে সর্বস্ব খুইয়ে, উদ্বাস্তু হতে হবে, তাহলে তাঁঁরা হয়তো আপনার কথা শুনে মুচকি হাসতেন আর আপনি চলে আসলে, আপনার কল্পনাশক্তি নিয়ে ঠাট্টা করতেন।
সাতের দশকে আপনি যদি কোন কাশ্মীরি পন্ডিতকে বলতেন যে আগামী দশকে তাদেরকে নিজেদের সর্বস্ব হারিয়ে, ভিটেমাটি ছেড়ে, নিজভূমে পরবাসী হতে হবে, তাহলে তাঁরাও বোধহয় আপনার কথাকে পাগলের প্রলাপ ভেবে অট্টহাসিতে ফেটে পড়তেন।
এখন আপনি যদি এদেশের হিন্দুদের বলেন যে বর্তমানে দেশের পরিস্থিতি যেরকম রয়েছে, সেরকমই চলতে থাকলে, আগামী ২৫ বছরের মধ্যে তাদেরকে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও উদ্বাস্তু শিবিরে জীবন কাটাতে হবে, তাহলে তারাও বোধহয় আপনার কথায় হাসবে।
হিন্দুদের ঘুম সহজে ভাঙেনা !!
No comments:
Post a Comment