Sunday, April 5, 2020

ধর্ম যার যার, রোগ সবার

মক্কা যখন সীল করে দেয়া হয়েছে, তখন খোদ দিল্লীতে, স্বরাষ্ট্র মন্ত্রকের নাকের তলায়, এই মরকজ কেন চলছিল সেটা নিশ্চয়ই আপনাদের কাছে পরিস্কার হয়ে গেছে। নোটে থুতু লাগানো, স্বাস্থ্যকর্মীদের আক্রমণ করা, হাসপাতালে নগ্ন নাচ, ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের মহৎ উদ্দেশ্য পরিচালিত মরকজ তার লক্ষ্যে যে চুড়ান্ত সফল সেটা বলার অপেক্ষা রাখেনা। এবার আপনার কাজ খালি কাউন্টডাউন করা যে সেই নোটটা বা তবলিগে যোগদান করা সেই প্রশিক্ষিত লোকটা কবে আপনার সংস্পর্শে আসবে। চিন্তা করবেন না, তারপরের কাজটুকু এমনিতেই হয়ে যাবে। হাজার হোক, আপনাদের দু'জনের রক্তের রঙই তো লাল।

https://eisamay.indiatimes.com/nation/1023-cases-across-17-states-linked-to-jamaat-centre/articleshow/74988445.cms

No comments:

Post a Comment