Friday, April 10, 2020

ধর্ম

যে সমাজের মঙ্গলসাধনের জন্যে কাজ করছি, সেই সমাজ থেকে কাজের ন্যুনতম স্বীকৃতির আশা না রেখেও কাজ করে যাওয়াটাই ধর্ম।

যে সমাজের উন্নতিসাধনের চেষ্টা করছি, খোদ সেই সমাজ আমাকে নির্বাসনে পাঠালে, সেই অবস্থাতেও তাদের শুভচিন্তা করাটাই ধর্ম।

দেয়া-নেয়ার সম্পর্কের বাইরে বেড়িয়ে, একতরফাভাবে জাতির মঙ্গলকামনা করার মানসিকতাই একজন রাজনীতিবিদ আর একজন সমাজসেবকের মধ্যে পার্থক্য গড়ে দেয়।

অর্থের থেকেও যশের লোভ অনেক বেশী আর যে যশের মোহকে তুচ্ছ করে, নিজের কর্তব্যে অবিচল থাকতে পারে তাঁর পদাঙ্ক অনুসরণ করাটাই ধর্ম।

No comments:

Post a Comment