Friday, April 3, 2020

প্রতীকী

শ্রী নরেন্দ্র মোদী, একাত্মতা প্রকাশের দায় কি শুধু দেশবাসীর, সরকারের কোন দায় নেই? দেশবাসী ঘন্টা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে একাত্মতা, থুড়ি, মহাশক্তির প্রকাশ ঘটিয়েই যাবে আর সরকারের EMI স্থগিতের নামে ধাপ্পা দিয়ে যাবে, স্বরাষ্ট্র মন্ত্রকের নাকের তলায় তবলিগের জমায়েত চলতে দেবে? যেখানে শুধুমাত্র ১৪৪ ধারা ভাঙার জন্যে হরিয়ানাতে ৩৩ জন ডেরা সাচ্চা সমর্থককে গুলি করে মারা হয়েছিল, সেখানে তবলিগের মরকজে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পাঠানো কিসের ঈঙ্গিত? করোনা মহামারী আকার ধারণ করার পরেও, কেষ্টুবিষ্টুদের আত্মীয়দের আক্রান্ত দেশগুলি থেকে নিয়ে এসে, বিনা বাধায় সমাজে ছেড়ে দিয়ে, হতদরিদ্র শ্রমিকদের ভাগ্যের ভরসায় ছেড়ে দেয়া, তাদের উপর রাসায়নিক ছড়ানো কি সরকারের একাত্মতা প্রকাশ করে? মাফ করবেন, এক হাতে চড় মারা যায়, তালি বাজানো যায়না। আর সরকারের কাজকর্ম প্রমাণ করে দিচ্ছে যে তারা দেশবাসীকে চড় মারতেই বেশী আগ্রহী।

No comments:

Post a Comment