Thursday, July 9, 2015

প্রশ্ন

বীরভূমের পাড়ুইতে রাহুল সিনহার নেতৃত্বে রাজ্য বিজেপি যে তৎপরতা দেখিয়েছিল, দক্ষিন ২৪ পরগনার মল্লিকপুর অথবা নদীয়ার হাঁসখালি বা কলিগঞ্জের ক্ষেত্রে সেই তৎপরতা দেখায় না কেন? বাবুল সুপ্রিয়, আলুওয়ালিয়া বা চন্দন মিত্রের মত সাংসদরা পাড়ুই নিয়ে সংসদ অচল করে দেয় কিন্তু মল্লিকপুর বা কলিগঞ্জ নিয়ে তারা মৌন কেন? জুয়া খেলার বাটোয়ারা নিয়ে ঝামেলায় কোন মুসলমান মারা গেলে রাহুল সিনহা নিমেষে তার বাড়ি পৌছে যায় কিন্তু হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রার উপর মুসলমানরা আক্রমন করে পাঁচজন হিন্দুকে হত্যা করার ৫ দিন পরেও রাহুল সিনহার সময় হয়না তাদের কাছে পৌছাবার।

আপনি কি মিসকল দিয়ে এই দলের সদস্যপদ নিয়েই পশ্চিমবঙ্গে হিন্দুত্বের নবজাগরনের স্বপ্ন দেখেছিলেন?

No comments:

Post a Comment