Thursday, July 9, 2015

পক্ষপাত

খুব বেশী নয়, মাত্র মাসখানেক আগের কথা। বীরভূমের পাড়ুইতে মুসলিমদের উপড়ে অত্যাচারের কথা সংসদে আলোচনা করার প্রস্তাব দিতে বাংলার তরুন তূর্কী বাবুল সুপ্রিয় ছুটলেন সংসদীয়মন্ত্রী মন্ত্রী মুখতার আব্বাস নাকভির কাছে। সাথে বঙ্গ বিজেপির আরেক সংসদ, আলুওয়ালিয়া এবং চন্দন মিত্র। মন্ত্রীর সাথে দেখা করে বেড়িয়ে মিডিয়ার সামনে বাবুল বাবুর আগুন ঝরানো বিবৃতি।
আজ যখন নদীয়া বা মল্লিকপুরে হিন্দুরা বারবার জেহাদি আক্রমনের শিকার হচ্ছে তখন কোথায় বাবুল সুপ্রিয়? কোথায় আলুওয়ালিয়া বা চন্দন মিত্র? পশ্চিমবঙ্গে মুসলমানদের নিরাপত্তাই কি তাদের একমাত্র চিন্তা? হিন্দুভোট তাদের হাতের পাঁচ বলে কি হিন্দুরা চিরকাল ব্রাত্যই থেকে যাবে? এরপরেও হিন্দুদের বিশ্বাস করতে হবে যে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে তাদের অধিকার সুরক্ষিত হবে?

No comments:

Post a Comment