Tuesday, May 26, 2020

আইনের শাসন

গত রবিবার (১৭ই মে) রাতে, তিন গাড়ি পুলিশ পাঠিয়ে, আমাকে বীজপুর থানায় নিয়ে গিয়ে গ্রেপ্তারের পর, সেই খবর বাড়ির লোককে জানানো হয়নি।

সুপ্রিম কোর্টের আদেশানুসারে, গ্রেপ্তার করতে আসা অফিসারের নিজের পরিচয়জ্ঞাপক পোশাক পরে আসা উচিত অথচ আমাকে গ্রেপ্তার করতে আসা প্রত্যেক অফিসারই ছিলেন বিনা ইউনিফর্মে।

আমার বিরুদ্ধে পুলিশ অভিযোগ এনেছে Injuring or defiling place of worship with intent to insult the religion of any class.—Whoever destroys, damages or defiles any place of worship, or any object held sacred by any class of persons with the intention of thereby insulting the religion of any class of persons or with the knowledge that any class of persons is likely to consider such destruction, damage or defile­ment as an insult to their religion, shall be punishable with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both. তারমানে, পুলিশের অভিযোগ অনুসারে আমি একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের অপমানের উদ্দেশ্যে তাদের প্রার্থনা কক্ষ ধ্বংস করেছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী দ্বারা 'ফাইনাল গাজি' প্রকাশের খবর, একটা বিশেষ সম্প্রদায়ের প্রার্থনা কক্ষ ধ্বংসের সমানুপাতিক অথবা তাদের দ্বারা স্বীকৃত মানে any object held sacred by any class of persons মানে তাদের দ্বারা পবিত্র হিসাবে মান্যতা প্রাপ্ত কোন বিষয়ের উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করা হয়েছে। এমতাবস্থায়, পুলিশের অভিযোগ যদি যথার্থ বলে মানতে হয় তাহলে মেনে নিতেই হবে যে "গাজি" শব্দের যে ব্যখ্যা আমার পোস্টে দেয়া হয়েছে, সেটা সত্য।

মজার কথা হল যে অ্যারেস্ট মেমো আমি সই করে দিলেও, সেটার কপি আজ অবধি আমি বা আমার পরিবার পায়নি।

এতকিছুর পরেও, গত ১৮ই মে, আদালতের কাছে পুলিশ আমাকে পুনরায় তাদের হেফাজতে নেয়ার দাবী প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এবং আমার পক্ষে দাঁড়ানো ৫ জন উকিলের সম্মিলিত প্রতিবাদ এবং যুক্তির সামনে পুলিশের দাবী ভেসে গেছে।

তবে খেলা তো সবে শুরু হলো, এটা এবার চলতেই থাকবে। আর পরবর্তী প্রত্যেকটা শুনানিতে পুলিশের খামতি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন সাধারণ নাগরিককে হেনস্থা করার প্রসঙ্গ উঠতেই থাকবে। থানায় এবং কমিশনারেটে, দু'বার জিজ্ঞাসাবাদের পর, কেন হঠাৎ মাঝরাতে গ্রেপ্তার করার প্রয়োজন দেখা দিলো। দেখা যাক, দেশের সংবিধান, আদালতের মাধ্যমে কার পাশে দাঁড়ান।

No comments:

Post a Comment