Friday, May 22, 2020

পোষ্যবর্গ

মমতা ব্যানার্জীর পোষ্য পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সর্বশক্তি লাগিয়ে দিয়েছিল সত্যের কন্ঠরোধ করতে আর সেই কারণেই তারা দু'বার জিজ্ঞাসাবাদের পরেও, গত ১৭ই মে রাতে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে অবৈধভাবে গ্রেপ্তার করে এবং সেই খবর বাড়ির লোককে জানানোর প্রয়োজনবোধ করেনা। কিন্তু ক্ষমতার মদগর্বে তারা ভুলে গিয়েছিল যে দেশে সংবিধান নামে একটা জিনিস আছে। মহামান্য আদালত ১৮ তারিখেই, পুলিশের আবেদন অগ্রাহ্য করে, আমাকে তিন দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন এবং তিন দিনের জন্যে সোশ্যাল মিডিয়ায় কোন কার্যকলাপ করতে নিষেধ করেন। আজ আদালতে পুনরায় মামলা উঠলে আদালত জামিন মঞ্জুর করেন। তবে পুলিশের আচরণে এটা স্পষ্ট যে পুলিশ তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে এবং দল ও সরকারের বিরুদ্ধে কোন অভিযোগ উঠলেই, অন্যায়ভাবে অভিযোগকারীর গলা চেপে ধরতে চাইছে। এটা অত্যন্ত লজ্জাজনক যে দাঙ্গা ঠেকাতে অক্ষম IPS অফিসাররা নিজেদের পদের অপব্যবহার করে বিরোধীদের আওয়াজকে থামিয়ে দিতে চাইছেন। এরপরেও এরা নিজেদের সন্তানদের  চোখে চোখ রেখে, আদর্শের কথা বলতে পারেন কি?

No comments:

Post a Comment