Friday, May 8, 2020

কবি প্রণাম

"মাটি তো কিছুটা নড়ে বড় গাছ পতনে"
বলেছিলেন রাজীব গান্ধী ইন্দিরার নিধনে।
কর্পোরেটে একেই বলে কোল্যাটারাল ড্যামেজ
গুডবুকে যান তিনি করেন যিনি ম্যানেজ।
লাইনে পড়লে কাটা গোটা কয়েক মজুর
সান্ত্বনার কথা বলে দায় ঝাড়েন হুজুর।
কেন তাঁরা হাঁটছিল সে প্রশ্নে নীরব
ফান্ডে টাকা দেয়া নিয়েই মন্ত্রী সরব।
ভাইরাস নিয়ে ঘুরতে পারে বড়লোকের সন্তান
গরীব খাবার চেয়ে পায় কীটনাশকের দান।
ফিরতে হলে নিজের বাড়ি গুনতে হবে ভাড়া
এরই মধ্যে আকাশ থেকে ঝড়বে ফুলের তোড়া।
যাক না শুকিয়ে ফুলগুলো একদিন পরেই
কেতা দেখে হাততালি দেবে তো সকলেই।
আজ নেই রবিঠাকুর যিনি ছাড়বেন 'নাইট'
সরকারি একরোখামিতে গরীবের হাল টাইট।
তাই আজও বেশী করে মিস করি যে তোমাকে
স্তাবকদের ভীড়ে আজও কবিগুরু ব্যতিক্রম থাকে।

No comments:

Post a Comment