Tuesday, March 31, 2020

করোনা

খুসখুসে গলা আর ছ্যাঁকছ্যাঁকে গা দেখে
মন করে দুরুদুরু;
করোনা যে এসে গেছে।
মুখে বেঁধে মাস্ক আর হাতে স্যানিটাইজার মেখে
নিজেকে বাঁচাতে থাকি
করোনা যে এসে গেছে।
নিরিবিলি টাউনে থাকি লকডাউনে
সাথী শুধু ফেসবুক।
করোনা যে এসে গেছে।

দিদি-দাদা বলেছেন একা একা থাকতে
ঘরে ঘরে লোক বসে মোবাইল হাতে তে
কাঁহাতক বসে আর সেল্ফি তোলা যায়
করোনার ভয়েতে??

তবুও তবলিগ চলে জেহাদির খুশীতে
কেউ যে পারেনা তাদের জমায়েত রুখিতে
আমি শুধু শ্বাস ফেলি আর ভাবি নীরবে
করোনায় বাঁচিলেও কি জীবন এ টিঁকিবে!!

No comments:

Post a Comment