Tuesday, March 17, 2020

রাজ্যসভায় গোগোই

ভারতের সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতির পদ থেকে অবসরগ্রহণ করার মাত্র চার মাস পরেই, রাজ্যসভার সদস্য হিসাবে রঞ্জন গোগোইয়ের মনোনয়ন প্রমাণ করে দেয় যে ভারতের বিচার ব্যবস্থা এবং তাদের রায় কতটা রাজনৈতিকভাবে প্রভাবিত। 

সর্বোচ্চ বিচারালয়ের বিচারপতির সামনে, কোন নির্দিষ্ট কুলিং অফ পিরিয়ড ছাড়াই, যদি অবসর পরবর্তী সময়ে রাজ্যসভা বা কমিশনের টোপ ঝুলিয়ে রাখা যায়, তাহলে তাদের থেকে কাঙ্ক্ষিত রায় পাওয়া খুব একটা অসুবিধার হতে পারেনা।

গোগোই বিচারপতি থাকুন বা আইনসভার সদস্য, নিজের কায়েমি স্বার্থে, আসামের ২৫ লক্ষেরও বেশী বাঙালীর জীবনে NRC নামক অভিশাপ নিয়ে আসার জন্যে, কোনদিন তাঁকে ক্ষমা করতে পারবনা।

তবে গোগোইকে রাজ্যসভার মনোনয়ন দেয়া মোদীর মাস্টারস্ট্রোক। এতে ১) বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে লোকের মনে প্রশ্ন তোলা গেল, ২) রাম মন্দির রায়ের কৃতিত্ব নেয়া গেল আর ৩) ভবিষ্যতে আরও সদর্থক রায় পাওয়ার রাস্তা খোলা গেল।

No comments:

Post a Comment