Sunday, March 29, 2020

লাশের রাজনীতি

যাবতীয় শ্রমিক কি শুধু দিল্লীতেই আছে? মহারাষ্ট্র, গুজারাট বা তামিলনাড়ুর মত শিল্পবহুল রাজ্যগুলিতে তো এই চিত্র নেই। লকডাউনের সময় সাধারণ খেটে খাওয়া মানুষদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরী হওয়া স্বাভাবিক কিন্তু সেই পরিস্থিতিতে, অন্যান্য রাজ্যের মত, এদের জন্যে নিরাপদ আশ্রয়ের বন্দোবস্ত না করে, বাস সার্ভিস চালু করার মাধ্যমে, তাদের বেড়িয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হল দায় ঝেড়ে ফেলার নামান্তর। এই সময়ে, এত বিপুল সংখ্যক লোকের জমায়েত, সারা দেশের জন্যে বিপর্যয় ডেকে আনতে পারে। এই পরিস্থিতির জন্যে দায়ী কেজরীওয়াল সরকারের অপদার্থতা। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, দিল্লী পুলিশ শাহিনবাগ তুলে দেয়ার পর, কেজরীওয়াল কে সামনে রেখে, অন্য খেলা চললেও অবাক হবনা। দেশবাসী এবার লাশের রাজনীতির জন্যে মানসিকভাবে প্রস্তুত হতে থাকুন।

No comments:

Post a Comment