সাল ১৯৯৬। একাদশ লোকসভা নির্বাচনের শেষে, ১৬১ টা আসন নিয়ে, লোকসভার বৃহত্তম দল হিসাবে রাষ্ট্রপতির থেকে সরকার গঠনের নিমন্ত্রণ পেলেন অটল বিহারি বাজপেয়ী এবং দেশের দশম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন।
শপথ গ্রহণের পর, প্রথাগতভাবেই, বাজপেয়ীকে লোকসভায় নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বললেন তদানীন্তন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা এবং সেই অনুযায়ী লোকসভাতে আস্থা প্রস্তাব পেশ করলেন বাজপেয়ী। লোকসভার যোগ্যতম ব্যক্তি হওয়া সত্ত্বেও, রামমন্দির পুনঃনির্মাণকে সমর্থন করা, বিজেপির প্রধানমন্ত্রীর পাশে শিবসেনা ও অকালি দল ছাড়া ছিলনা আর খুব বেশী দল। ফলে, সরকারের পতন অনিবার্য ছিলই কিন্তু তখন লোকসভার কার্যকলাপের সরাসরি সম্প্রচার দূরদর্শনে শুরু হয়ে যাওয়ায় আস্থা ভোটের সময়, কংগ্রেস ও কম্যুনিস্টদের নোংরা রাজনীতিকে জনগণের সামনে স্পষ্ট করে দেয়ার এই সুযোগ ছাড়লেন না বাজপেয়ী এবং আদবানী। আস্থা ভোটের স্বপক্ষে বলতে উঠে কংগ্রেস ও কম্যুনিস্টদের একের পর এক উলঙ্গ করে দিলেন আদবানী, প্রমোদ মহাজন, অরুণ জেটলী, সুষমা স্বরাজরা।
যাবতীয় আলোচনার শেষে, জবাবী ভাষণ দিতে উঠলেন বাজপেয়ী এবং তার স্বভাবসিদ্ধ, অননুকরণীয় ভঙ্গিমায়, লোকসভাকে মন্ত্রমুগ্ধ করে রাখলেন। তার সেই ভাষণ এখনও ইউটিউবে আছে, আগ্রহীরা দেখতেই পারেন। কিন্তু যে কারণে এই লেখা এবার সেখানে আসছি। ভাষণের শেষে এসে বাজপেয়ী ঘোষণা করলেন যে তিনি আস্থা প্রস্থাব ফেরত নিয়ে নিচ্ছেন আর রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন। এরপরেই সেই মাহেন্দ্রক্ষণ যার জন্যে এই লেখা। পদত্যাগ করার কথা ঘোষণা করার পর, নিজস্ব ভঙ্গিতে কিছুটা বিরতি নিয়ে, বাজপেয়ী পুনরায় বললেন যে, "আজ আপনারা, যারা নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়েছেন, তারাই এখন জোট বানিয়ে, জনগণ দ্বারা নির্বাচিত বৃহত্তম দলকে সরকার থেকে সরিয়ে দিতে পারেন কিন্তু আমরা সবাই এই কক্ষেই থাকবো আর আপনাদের জগাখিচুড়ি সরকারের প্রতিটা সিদ্ধান্তের উপর কড়া নজর রাখবো। মনে রাখবেন, সরকারে থাকি বা বিরোধী আসনে, জনগণের প্রতিনিধি হিসাবে কাজ চালিয়ে যাবো"। এই বলে বাজপেয়ী লোকসভা থেকে বেড়িয়ে গেলেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে।
আগামী ২রা মে, নির্বাচনের ফল যে দলের পক্ষেই যাকনা কেন, বিরোধী দলে কি এমন নেতৃত্ব পেতে পারিনা যারা বাজপেয়ীর মত দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারবেন যে সরকারে নাই বা থাকলাম, কিন্তু বিরোধী আসনে বসেও আমরা আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা পালন করে যাবো? সফল গণতন্ত্রের জন্যে কিন্তু শক্তিশালী শাসকের সাথে শক্তিশালী বিরোধী দল থাকাটাও অনিবার্য।
No comments:
Post a Comment