গতিসূত্রের নিয়মানুসারে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে, পদার্থের যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু বা গতিশীল বস্তু যে অবস্থায় আছে সে সেই অবস্থায় বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মকে পদার্থের জাড্য ধর্ম বা জড়তা বলে। অর্থাৎ জড়তা, স্থিতি বা গতি, দু'রকমই হতে পারে।
এবার পশ্চিমবঙ্গের নির্বাচনের নিরিখে ভাবতে গেলে, তৃণমূল চাইবে যাতে স্থিতিশীলতা বজায় থাকে আর বিজেপি, স্বাভাবিকভাবেই, চাইবে যে ২০১৯ এ তারা যে গতি লাভ করেছিল সেটা ধরে রাখতে। এখানে একটা মজার ব্যাপার হল যে, গতিসূত্রের নিয়মানুসারে, বিজেপি কেবল নিজের গতি ধরে রাখলেই ক্ষমতা পাবেনা, তাকে গতি বাড়াতে হবে। তারমানে ২০১৯ এ যেখানে যে'কটা জিতেছে সেটা ধরে রাখার সাথে সাথে বাড়তি আসনে জিততে হবে আর এই জয় নিশ্চিত করার জন্যে তাদের তুরুপের তাস ছিল ভোটারদের ধর্মীয় মেরুকরণ করা আর তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাঙন ধরানো। দয়া করে কেউ বিকাশের কথা বা সোনার বাংলার কথা বলবেন না, সেটা যদি প্রাথমিকতা হতো তাহলে প্রথম পর্যায়ের নির্বাচনের মাত্র ৫ দিন আগে 'সংকল্প পত্র' প্রকাশ করা হতনা।
উল্টোদিকে, তৃণমূলের আগ্রহ স্বাভাবিকভাবেই ছিল নির্বাচকদের একটা feel good অনুভূতি দেয়া যাতে তাদের মধ্যে স্থিতি জাড্য কাজ করে। নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী কার্ড বা দুয়ারে সরকার নিয়ে প্রচার এই লক্ষ্যেই করা হয়েছে। কিন্তু তৃণমূলের পক্ষে নেগেটিভ ফ্যাক্টর ছিল সংখ্যালঘু তোষণ এবং দলের বিভিন্ন স্তরে মাত্রাহীন দুর্নীতি। নারদা কান্ডে দলের শীর্ষ স্তরের দুর্নীতি প্রকাশিত হওয়ার পরেও সাধারণ মানুষ তৃণমূলকে রেকর্ড আসনে জিতিয়েছে কারণ সেটা তাদের সরাসরি স্পর্শ করেনি কিন্তু কোভিড ও আম্ফান পরবর্তী ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেগুলির ফলে সাধারণ মানুষ প্রভাবিত হয়েছেন আর তাদের ক্ষোভ বেড়েছে।
আজ অষ্টম পর্যায়ের নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এটা স্বীকার করতে কোন বাধা নেই যে বিজেপি নির্বাচনে মেরুকরণের লক্ষ্যে অনেকটাই সফল, বিশেষত সেই যায়গাতে যেখানে জেহাদি আগ্রাসনের প্রভাব বেশী কিন্তু একইসাথে, শীতলকুচির ঘটনা এবং তারপর বিজেপি নেতাদের মাত্রাছাড়া বয়ানবাজির ফলে সংখ্যালঘু ভোট পুনরায় জোটবদ্ধ হয়েছে মমতা ব্যানার্জীর পিছনে। আগেই বলেছিলাম যে শীতলকুচি নিয়ে লাগামহীন বক্তব্য ওয়াটারলু হতে পারে, আর সেটাই হয়েছে।
ফলে, দিনের শেষে এটাই সত্যি যে তৃনমুল তার স্ট্র্যাটেজীতে লেগে থাকলেও বিজেপি তার স্ট্র্যাটেজিতে ব্যর্থ হয়েছে আর তার পরিণতিতে শেষ হাসি যদি মমতা ব্যানার্জীই হাসেন তাহলে আমি অবাক হবনা।
No comments:
Post a Comment