Thursday, April 8, 2021

Party with a difference

রাজনীতিতে ভাল আর খারাপের বাছাবাছি করতে গেলে হাতে পড়ে থাকবে পেনসিল। তাই বাছাইটা হয় খারাপ আর কম খারাপের মধ্যে। এটা অনস্বীকার্য যে বিজেপি কোন ধোয়া তুলসীপাতা নয়। সত্যি কথা বলতে, বিজেপি বাকি আর পাঁচটা দলের মতই একটা রাজনৈতিক দল যার মূল লক্ষ্য হল যেনতেন উপায়ে ক্ষমতা দখল করা। কারণ ক্ষমতা নিয়ন্ত্রণে না থাকলে কোন আদর্শই পূরণ করা সম্ভব নয়।

একইসাথে, বাকি দলগুলির মত বিজেপির মধ্যেও বেনোজল আছে, ধান্ধাবাজ আছে, চোরও আছে। আর কোন দল যখন ক্ষমতার গন্ধ পায় তখন খুব স্বাভাবিকভাবেই এদের সংখ্যা বাড়ে। তাই যারা বিজেপিকে party with a difference ভেবে, এই সব নমুনাদের দলে নেয়ার বিরুদ্ধে সোচ্চার হন তাদের মাথায় রাখা উচিত যে দলটা ৪০ বছর ভারতের রাজনীতিতে টিঁকে থাকার পরেও আপনি তার থেকে এই প্রত্যাশা রাখছেন, তখন দলটার মধ্যে আলাদা কিছু তো অবশ্যই আছে। 

হ্যাঁ, রাজনীতির এই পাঁকে থেকে পদ্ম হয়ে ফোটার জন্যে আলাদা কিছু তো অবশ্যই লাগে আর সেটা বিজেপির আছে বলেই দিদির আর কোন হিজাব পরা ছবি আর দেখা যাচ্ছেনা। আলাদা কিছু আছে বলেই কেরালাতে বিজেপির প্রভাব বাড়ার সাথে সাথে, এককালে ধর্মকে আফিম বলে ব্যঙ্গ করা দলের নেতা পিনারাই বিজয়নকে বলতে হচ্ছে যে "আয়াপ্পা দেবের আশীর্বাদ তাদের দলের উপরেই আছে"। হ্যাঁ, এটাই বিজেপিকে বাকি দলগুলোর থেকে আলাদা করে দেয়। হ্যাঁ, আপনি তর্ক করার জন্যে কয়েকজন চোর-ছ্যাঁচড়ের দিকে আঙুল তুলতেই পারেন কিন্তু দিনের শেষে, দলের যারা মেরুদণ্ড অর্থাৎ কর্মীরা, তারাই নিজেদের আচরণে বাকিদের সাথে পার্থক্যটা গড়ে দেয়।

No comments:

Post a Comment