Wednesday, February 3, 2021

ঘরপোড়া

গত ২৬শে জানুয়ারী, কৃষক আন্দোলনের নামে, যেভাবে দিল্লীতে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করা হয়েছিল, জাতীয় পতাকার অবমাননা করা হয়েছিল, এরপরে কোনও গণতান্ত্রিক সরকার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দিতে বাধা দেবে, এটাই স্বাভাবিক। দেশটা যদি ভারত না হয়ে চীন হতো, তাহলে হয়তো গোটা পৃথিবী আরেকটা তিয়েন-আন-মেন স্কোয়ারের সাক্ষী হয়ে যেত।

দিল্লীর বিভিন্ন প্রবেশ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্যে দিদি'র যেসব ভাইয়েরা আজ মোদীর চোদ্দ পুরুষ উদ্ধার করছে তাদের মনে করিয়ে দিতে চাই যে ২০১৫ সালে, মগরাহাটের টুকটুকি মন্ডল অপহৃত হওয়ার দুই মাসের বেশী সময় পরেও, মমতা ব্যানার্জী প্রশাসন যখন তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছিল আর সেটার বিরুদ্ধে আমরা কয়েকজন, ১০ই জুলাই হাজরা মোড়ে একটা প্রতিবাদসভার ডাক দিয়েছিলাম, সেই সভাকে প্রতিহত করার জন্যে গোটা এলাকাকে দূর্গে পরিণত করেছিল এই মমতা ব্যানার্জীর প্রশাসন। সভা শুরু হওয়ার আগেই গ্রেপ্তার করা হয়েছিল আন্দোলনকারীদের। আজ দিদির যেসব ভাইরা গণতন্ত্রের কথা বলছেন, তারা সেদিন কোথায় ছিলেন জানতে মন চায়।

কৃষকদের আন্দোলন ও তাদের দাবীদাওয়ার প্রতি আমিও সম্পূর্ণ সহানুভূতিশীল। গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার অধিকার তাদের অবশ্যই রয়েছে। কিন্তু কৃষক আন্দোলনের বাহানাতে, দেশের সাধারণতন্ত্র দিবসের দিন, খোদ দেশের রাজধানীতে যে নষ্টামো হয়েছে, সেটা কোনমতেই সমর্থনযোগ্য নয়। তাই ঘরপোড়া প্রশাসন যদি সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, তাহলে আমি সেটাতে কোন অন্যায় দেখিনা।

No comments:

Post a Comment