Monday, February 8, 2021

দীর্ঘসূত্রিতা

ইংরেজিতে একটা কথা আছে, justice delayed is justice denied মানে ন্যায় পেতে দেরী হওয়া, ন্যায় থেকে বঞ্চিত হওয়ার সমতূল্য। গত ৫ই নভেম্বর, আত্মদীপ-এর পক্ষ থেকে, বৈষম্যমূলক OBC-A আইনের বিরুদ্ধে করা মামলার শুনানির সময় বিচারপতি সঞ্জীব ব্যানার্জীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেন যে সরকারকে দুই সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে আর সেই হলফনামার পরিপ্রেক্ষিতে আমরা যদি পুনরায় যদি কোন হলফনামা নিতে চাই, সেই জন্যে আমাদের এক সপ্তাহ সময় দিয়ে, মামলার পরবর্তী শুনানির দিন হিসাবে ১লা ডিসেম্বর ধার্য্য করেন।

কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে, কোর্টের দ্বারা নির্ধারণ করা দিন নির্দিষ্ট থাকলেও, ডিসেম্বর ও জানুয়ারি মাস পার হয়ে যায় কিন্তু মামলাটি কোর্টের তালিকাভুক্ত হয়না। জনস্বার্থের সাথে সম্পর্কিত এই মামলা কাদের প্রভাবে পিছিয়ে যেতে পারে সেটা সহজেই অনুমেয়। ক্রমাগত দেরী দেখে, রাজ্যকে নোটিশ পাঠিয়ে, এই মামলার দ্রুত তালিকাভূক্তির জন্যে আজ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং আগামী ২৫শে মার্চ, এই মামলার পরবর্তী শুনানি হবে আদালত নির্দেশ দেন।

আগেই বলেছি যে বিচার পেতে দেরী হওয়া মানে বিচার থেকে বঞ্চিত হওয়া। এই রকম একটা গুরুত্বপূর্ণ মামলা, যেটার সিদ্ধান্ত প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করবে, সেটার ক্ষেত্রে এত দেরী মেনে নেয়া কঠিন আমরা আমাদের লিগ্যাল টিমের সঙ্গে বিভিন্ন আইনি দিক নিয়ে আলোচনা করছি যার মধ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা আছে।

No comments:

Post a Comment