আজ শেখ ইয়াসিন, বাবু মাস্টার প্রমুখরা বিজেপিতে যোগদান করাতে যারা তৌবা তৌবা করছেন তারা হয় রাজ্যের জনসংখ্যার গঠন সম্পর্কে অজ্ঞ অথবা তাদের এই কুম্ভীরাশ্রু বিসর্জনের পিছনে অন্য কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যার ৩০% 'সংখ্যালঘু'দের হওয়ার জন্যে মোদী বা শাহ দায়ী নয়, দায়ী এখানকার হিন্দুরা যারা এতদিন ধরে চোখ বুজে ছিল। বানতলা, ধানতলা, দেগঙ্গা, কালিয়াচক, ধুলাগড়ি, বাদুড়িয়া ইত্যাদি ঘটার পরেও নিজেদের চোখে সেকুলারিজমের পট্টি বেঁধে, নিজেদের সম্প্রদায়ের স্বার্থের উপরে নিজেদের রাজনৈতিক স্বার্থকে যায়গা দিয়েছিল। তাই আজ বিজেপি যখন সেই সামাজিক গঠনকে ভিত্তি করে নিজেদের ঘুটি সাজাচ্ছে, তখন, সবাইকে ছেড়ে শুধু তাকে দোষারোপ করা মানে ভাবের ঘোরে চুরি করা। দেশের সংবিধান অনুসারে বিজেপি কখনই নিজেকে হিন্দুত্ববাদী দল বলে দাবী করেনা কিন্তু এই কথা অস্বীকার কোন যায়গা আছে কি যে বর্তমান পরিস্থিতিতে, হিন্দুদের স্বার্থরক্ষায় সবথেকে সরব দলের নাম বিজেপি? তাই বাবু মাস্টার বা শেখ ইয়াসিনদের দলভুক্তির জন্যে বিজেপির দিকে যখন একটা আঙুল তুলবেন, মনে রাখবেন, তিনটে আঙুল কিন্তু আপনার দিকেও থাকবে। আপনার নিস্পৃহতার কারণেই আজ এমন অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে যেগুলো আপনি সচেতন থাকলে নেয়ার প্রয়োজনই হতনা।
এই প্রসঙ্গে, ২০১৫ সালের একটা লেখার লিঙ্ক নীচে দিলাম। পড়ুন, আর পরিস্থিতি ভেবে দেখুন।
https://m.facebook.com/story.php?story_fbid=10152857401834865&id=620989864
No comments:
Post a Comment