Thursday, February 18, 2021

নতুন ভারত

কাশ্মীর উপত্যকায় ৬ মাস 4G ইন্টারনেট পরিসেবা না থাকা নিয়ে সবাই সোচ্চার হলেও ৩১ বছর ধরে বন্ধ থাকা শীতলনাথের মন্দির নিয়ে কেউ কখনও সরব হয়নি। এর আগে, একইভাবে, বন্ধ হয়ে গিয়েছিল বুঢ়া অমরনাথ যাত্রা। স্থানীয়দের দ্বারা নিয়মিত আক্রমণের শিকার হয়েছিল বৈষ্ণদেবী এবং অমরনাথ তীর্থযাত্রীরা। উদ্দেশ্য একটাই ছিল, কাশ্মীরে যেন হিন্দুদের প্রবেশ না ঘটে।

তপন'দা বজরং দলের উত্তর ভারতের প্রভারী থাকাকালীন ফের শুরু করেন বুঢ়া অমরনাথ যাত্রা। দেশের বিভিন্ন অংশ থেকে যুবক-যুবতীরা সেই যাত্রায় অংশগ্রহণ করে। ভারতীয় সেনারাও সোৎসাহে এগিয়ে আসেন সেই যাত্রাকে নিরাপত্তা দিতে, সফল করতে। এই বিষয়ে তপন'দা নিজেই বিশদে লিখেছেন তাই সেটার পুনরাবৃত্তি করছিনা তবে শেষ পর্যন্ত  জেহাদি ষড়যন্ত্রকে ব্যর্থ করে, কাশ্মীরে পুনরায় পূজা শুরু হয় বুঢ়া অমরনাথের।

৩১ বছর শীতলনাথের মন্দির খোলা এরকমই আরেকটা মাইলস্টোন যা প্রমাণ করে যে হিন্দুরা যদি একযোগে কিছু পেতে চায়, তাহলে পৃথিবীর কোন শক্তি সেটা থেকে তাদের বঞ্চিত করতে পারেনা। হিন্দুদের সদিচ্ছার কাছে রাজশক্তিও নত হতে বাধ্য হয়। খুব পরিকল্পিত ভাবে হিন্দুদের এই শক্তির কথা তাদের এতদিন মেকি সেকুলারিজমের গল্প শুনিয়ে ভুলিয়ে রাখা হয়েছিল কিন্তু আজকের নতুন ভারত আর সেই ফাঁদে পা দেবেনা। নিজেদের অধিকার সম্পর্কে আমরা সম্পূর্ণ সচেতন।


https://m.sangbadpratidin.in/article/srinagar-temple-shut-due-to-terrorism-for-31-years-reopens/522984

No comments:

Post a Comment