Sunday, February 21, 2021

নির্বাচনী ইস্তেহার

যে দলের নির্বাচনী ইস্তেহারে


১. পশ্চিমবঙ্গের ভূমিসন্তানদের শিক্ষা ও জীবিকার ক্ষেত্রে সিংহভাগ সংরক্ষণ ঘোষণার নির্দিষ্ট সময়সীমা,

২. রাজ্য জুড়ে শিল্প স্থাপনের বিভিন্ন ক্লাস্টার তৈরী করা। পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ির মত এলাকায় শিল্প স্থাপনে শিল্পপতিদের বাড়তি সুবিধা,

৩. বিভিন্ন আন্তর্জাতিক সীমানা দিয়ে রাজ্যে যাতে অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে কেন্দ্রের সাথে নিয়মিত যোগাযোগ রাখা,

৪. বাংলা ভাষাকে ক্লাসিকাল ভাষার মর্যাদা দেয়ার জন্যে সরকারিভাবে উদ্যোগ নেয়া,

৫. রাজ্যের বিভিন্ন অঞ্চলে গজিয়ে ওঠা অসংখ্য অনুমোদন বিহীন মাদ্রাসাগুলি অবিলম্বে বন্ধ করা,

৬. সরকারি ক্ষেত্রে শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করা,

৭. MSME এবং ভ্রমণ শিল্পে বিনিয়োগ বৃদ্ধি করা,

৮. OBC-A এর মত বৈষম্যমূলক আইন অবিলম্বে বাতিল করে আর্থিক সঙ্গতি অনুযায়ী সংরক্ষণের ব্যবস্থা করা,

৯. রাজ্যের পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা,

১০. তথ্যের অধিকার আইন কঠোরভাবে চালু করা, ইত্যাদি বিষয়ের প্রতিশ্রুতি থাকবে তাদের প্রতিই আমার সহানুভূতি থাকবে।

1 comment: