গতকাল আমেরিকার রাজধানীতে ট্রাম্প সমর্থকদের হামলা শুধু নিন্দনীয় নয়, গণতন্ত্রের পক্ষেও এক অশুভ সংকেত। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই ট্রাম্প যেভাবে গোঁয়ার্তুমি করে যাচ্ছেন এবং তাঁর সমর্থকদের উস্কানি দিয়ে যাচ্ছেন সেটা আমেরিকার মত গণতান্ত্রিক দেশে কাম্য নয়। জনগণের সিদ্ধান্তকে অগ্রাহ্য করার তাঁর এই ঔদ্ধত্য ভারতের অনেক রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যারা নির্বাচনের ফল নিজেদের পক্ষে না গেলেই EVM এ ত্রুটি খুঁজে পান।
এই ঘটনা ভারতের জনগণের কাছে সম্পূর্ণ একটা অ্যাকাডেমিক বিষয় হয়ে থাকতো যদি না সেই বিক্ষোভে, বিক্ষোভকারীদের একাংশ, ভারতের জাতীয় পতাকা নিয়ে সামিল হতো। কোন দেশের আভ্যন্তরীণ বিষয়ে অন্য কোন দেশের জাতীয় পতাকা নিয়ে যোগ দেয়া সম্পূর্ণ অনৈতিক। আজ যদি ভারতে চলা কৃষকদের বিক্ষোভে কেউ পাকিস্তান বা কানাডার পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাহলে আপাতদৃষ্টিতে মনে হতেই পারে সেই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত নয়, বিদেশী দেশের উস্কানি আছে। এমতাবস্থায়, প্রশাসন আর দেশবাসী যদি বিক্ষোভকারীদের, দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলে তাহলে সেটা খুব একটা অন্যায় হবেনা।
আজ যেসব অনাবাসী ভারতীয়রা ভারতের জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তাদের ভারতের প্রতি ভালবাসা ও আনুগত্য নিয়ে সন্দেহ না থাকলেও তাদের এই আচরণ যে আন্তর্জাতিক মহলে ভারতের পক্ষে সুখকর হয়নি এটা বোঝার মত বুদ্ধিমত্তা তাদের থাকলে হয়তো তারা এই মুর্খামি করতনা। অনাবাসী ভারতীয়রা, যাদের অধিকাংশই বিজেপির সমর্থক, তারা হয়তো ২০১৯ সালের 'হাউডি মোদী' অনুষ্ঠানে, নরেন্দ্র মোদী দ্বারা ঘোষিত 'আব কি বার, ট্রাম্প সরকার' দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে ট্রাম্পের পরাজয় তারা মেনে নিতে পারেননি আর তাই ট্রাম্পের সমর্থনে পথে নামা কে নিজেদের জাতীয় কর্তব্য বলে মনে করেছিলেন। তবে তাদের তাদের এই পথে নামার অবিমৃষ্যকারী সিদ্ধান্ত যে ভারতকে পথে বসাতে পারে সেটা তাদের মাথায় রাখা উচিত ছিল।
No comments:
Post a Comment