কথায় বলে, a picture says a thousand words। গান্ধী অবধি বলেছিলেন যে তিনি তাঁর একশোটা ভাষণে যে বার্তা দিতে ব্যর্থ হন, নন্দলাল বসু তাঁর একটা আঁকায় সেই বার্তা সফলভাবে পৌছে দিতে পারেন। এই কারণেই স্বাধীন ভারতের প্রথম সংবিধানে যথোপযুক্ত ছবি আঁকার দায়িত্ব নন্দলাল বসুর উপরে ন্যস্ত করার সিদ্ধান্ত নেন সংবিধান প্রণেতারা।
আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যারা বিজেপি'তে যোগদান করছেন তাদের সবাই যে বিজেপি প্রেমী এমনটা মোটেই নয়, এদের অনেকেই কিছুদিন আগে অবধি বিজেপির বা মোদী-শাহর চোদ্দগুষ্টি উদ্ধার করেছেন কিন্তু এখন এদের কাছে দেয়ালের লিখন স্পষ্ট যে বিজেপি আসছে। আর তাই ক্ষমতার মধুর ভাগ পাওয়ার উদ্দেশ্যে এরা এখন পদ্মের উপর জমা হচ্ছে।
আর হ্যাঁ, এতে অন্যায়ের কিছু নেই কারণ এটাই রাজনীতি। যারা রাজনীতিতে নীতি বা আদর্শ খুঁজতে চান তাঁরা হয় নিজেদের আদর্শ সম্পর্কে সন্দিহান অথবা রাজনীতির চরিত্র সম্পর্কে অজ্ঞ। রাজনীতি কোন সমাজ সংস্কারের কোর্স নয়, রাজনীতি হল সমাজের বর্তমান পরিস্থিতি কাজে লাগিয়ে ক্ষমতা দখল করা। যারা এটা বুঝতে অক্ষম, তারা নাক কুঁচকাতেই পারেন কিন্তু তার পরিণতিতে কিন্তু রাজনীতি নিজের চরিত্র বদলাবেনা।
No comments:
Post a Comment