Saturday, January 23, 2021

দুর্গাপূজায় গোমাংস

ক্ষেত্রবিশেষে, "সব ব্যাদে আসে" বলে কৌতুক করা মাকুরা যখন নিজেদের পিঠ বাঁচাতে, হাঁটু খাটিয়ে, সেই বেদেরই শরণাপন্ন হয়, তখন খুব মজা লাগে। কিন্তু সমস্যা হল যে, বিদেশী বিষ্ঠায় লালিতপালিত এদেশীয় মাকুরা বরাবরই দেশীয় ঠাকুর ছেড়ে, বিদেশী কুকুর পূজনে আগ্রহী। তাই তারা মার্ক্সের ধান্ধামূলক বস্তাবাদে বিজ্ঞান খুঁজে পেলেও, বেদ, উপনিষদ, রামায়ণ বা মহাভারত তাদের কাছে ব্রাত্য।

দেবলীনা দত্তর স্বামী তথাগত নাকি বেদে গোরু খাওয়ার বিধান পেয়েছেন। আরেক গরুখোর বিকাশ (এখন প্রকাশ্যে গরু খাওয়ার জন্যে হাত কামড়াচ্ছে কারণ ঐ একটা ঘটনাই তার রাজনৈতিক উচ্চাকাঙ্খার সাড়ে সব্বোনাশ করে দিয়েছে) যে ধর্মতলায় গরু খেলেও, শুকর খাবার ঝুঁকি নেয়নি, সে নাকি তাদের উকিল হবে। হাঁটুতে বুদ্ধি নিয়ে এর বেশী বেদজ্ঞ হওয়া কঠিন। হ্যাঁ, আমি প্রসূন মৈত্র, দায়িত্ব নিয়ে বলছি যে তথাগত বা বিকাশ, ঋগ্বেদ থেকে একটা শুক্তি দেখান যেখানে নিছক খাওয়ার জন্যে গোহত্যাকে বৈধ বলা হয়েছে। অনিন্দ্যর দ্বারা, দুর্গাপূজার নবমীতে গোমাংস খাওয়া ও দেবলীনার সেটা রান্না করে দেয়ার প্রস্তাব শুধু বাঙালী সংস্কৃতির প্রতি তাদের ঘৃণা প্রকাশ করেনা, এর সাথে তাদের বাংলাদেশের বাজার ধরার প্রচেষ্টাও জড়িয়ে আছে।

মানব সভ্যতার ক্রমবিবর্তনের ইতিহাসে মানুষ একটা সময় যেমন নরমাংসভোজী ছিল, ঠিক তেমনই গোমাংসও খেত। কিন্তু বিবর্তনের নিয়ম অনুসারে এবং সমাজে গরুর উপযোগিতা বিবেচনা করেই পরবর্তী সময়ে গোমাংসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে বিবর্তন ব্যাপারটা মাকু আর জেহাদিদের পক্ষে বোঝা সম্ভব নয় কারণ তারা যে ভাবাদর্শের অনুসারী, সেটা বিবর্তন অনুমোদন করেনা। আমাদের কপাল ভাল যে তথাগত বা বিকাশ এখনও অবধি মহাভারত পড়েননি, তাহলে হয়তো রাজা সোমক যেভাবে একশো সন্তান লাভের প্রত্যাশায়, নিজের একমাত্র সন্তানকে বিসর্জন দিয়েছিলেন, তারাও হয়তো ফতোয়া জারি করতো যে প্রথম সন্তানকে বলি দিতে হবে।

বেদে গরুকে সম্পূর্ণ পবিত্র পশু বলা হয়েছে। সেটা থেকেই, সম্ভবত, ইংরেজিতে holy cow শব্দবন্ধটির উৎপত্তি। কিছু বিক্ষিপ্ত যায়গায়, তৎকালীন পরিস্থিতি অনুসারে, গোমাংস নিবেদন, আবার বলছি, ভক্ষন নয়, নিবেদন করা হলেও সেটার প্রেক্ষিতে, বাঙালীদের শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপূজার সময়, ঘরের মেয়ের বাড়ি ফেরার সময়ে, কোন বাঙালী, বাংলাভাষীদের কথা বলছিনা, গোমাংস খাওয়ার বা রান্না করে দেয়ার কথা ভাবতেও পারেনা যদিনা তাদের মধ্যে বাঙালী সংস্কৃতির প্রতি তীব্র ঘৃণা থাকে।

No comments:

Post a Comment