কয়েকটা প্রশ্ন মাথায় ঘোরাফেরা করছে, উত্তর পাচ্ছিনা -
১) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া বিধায়কদের বিরুদ্ধে তৃণমূল দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেয়নি কেন?
২) রোজভ্যালি, সারদা, নারদা ইত্যাদি মামলাগুলির কথা মিডিয়া থেকে হারিয়ে গেছে কেন?
৩) বিমানবন্দরে সোনা নিয়ে আটক করা কেসের বর্তমান অবস্থা কি?
৪) লোকসভা নির্বাচনের আবহে জেতা পৌরসভাগুলির নিয়ন্ত্রণ হাতবদল হল কেন?
৫) রাজীব কুমার নিয়ে সিবিআইয়ের সিংহবিক্রম সহসা সিক্ত মার্জারে পরিণত হল কেন?
৬) লোকসভা ভোটের আগে গোটা রাজ্যে দাপিয়ে বেড়ানো মুকুল রায়কে হঠাৎ ফ্রিজ করে দেয়া হল কেন?
এইসব প্রশ্নের একটা উত্তর হল যে সবগুলিই কাকতালীয়। কিন্তু সেটা যদি না হয়, তাহলে যাঁরা হিন্দুস্বার্থ রক্ষায়, আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির আগমনের প্রতীক্ষায় আছেন, তাদের ব্যাকআপ পরিকল্পনা তৈরী রাখা উচিত।
১) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া বিধায়কদের বিরুদ্ধে তৃণমূল দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেয়নি কেন?
২) রোজভ্যালি, সারদা, নারদা ইত্যাদি মামলাগুলির কথা মিডিয়া থেকে হারিয়ে গেছে কেন?
৩) বিমানবন্দরে সোনা নিয়ে আটক করা কেসের বর্তমান অবস্থা কি?
৪) লোকসভা নির্বাচনের আবহে জেতা পৌরসভাগুলির নিয়ন্ত্রণ হাতবদল হল কেন?
৫) রাজীব কুমার নিয়ে সিবিআইয়ের সিংহবিক্রম সহসা সিক্ত মার্জারে পরিণত হল কেন?
৬) লোকসভা ভোটের আগে গোটা রাজ্যে দাপিয়ে বেড়ানো মুকুল রায়কে হঠাৎ ফ্রিজ করে দেয়া হল কেন?
এইসব প্রশ্নের একটা উত্তর হল যে সবগুলিই কাকতালীয়। কিন্তু সেটা যদি না হয়, তাহলে যাঁরা হিন্দুস্বার্থ রক্ষায়, আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির আগমনের প্রতীক্ষায় আছেন, তাদের ব্যাকআপ পরিকল্পনা তৈরী রাখা উচিত।
No comments:
Post a Comment