তখন বোধহয় ফাইভ-সিক্সে পড়তাম, স্কুলে গরমের ছুটির সময় টিভিতে কলকাতা কেন্দ্র থেকে বেলা ১২টা থেকেই বোধহয় 'ছুটি ছুটি' বলে একঘণ্টার একটা অনুষ্ঠান প্রচারিত হওয়া শুরু হলো। অনুষ্ঠানটা ডিডি৭-এ প্রচারিত হতো না ন্যাশনাল চ্যানেলের কলকাতা স্লটে, সেটা এখন মনে নেই। তবে অনুষ্ঠানটা ছিল স্কুলের ছাত্রছাত্রীদের জন্যে। ফেলুদার বা গুপি গাইন-বাঘা বাইনের সিনেমা, ম্যাজিক শো, কথা বলা পুতুল ইত্যাদি ছিল অনুষ্ঠানটির অংশ। মেঘ না চাইতেই জল পাওয়ার মত অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় হয়েছিল আমাদের মত ছাত্রছাত্রীদের কাছে।
দূরদর্শন কলকাতার ডিরেক্টর তখন রতিকান্ত বসু। ইনি পরে দূরদর্শনের সর্বভারতীয় অধিকর্তা হয়েছিলেন এবং আরও পরে স্টার টিভিতে যোগ দেন। ছাত্রছাত্রীদের মধ্যে 'ছুটি ছুটি'-র অসাধারণ জনপ্রিয়তার ফলশ্রুতি হল যে পরের বছর সেই অনুষ্ঠানের শুরু হল সুমন চট্টোপাধ্যায়ের গান দিয়ে। তখনও সুমন দ্বিতীয় ক্ষেপের কবীর সুমন হয়নি। ছাত্রছাত্রীদের সেই অনুষ্ঠানের টাইটেল গানে সুমন গাইলো-
"যে ছেলেটা কাজ করে খায়
রাস্তার চায়ের দোকানে,
তার ছুটি হারালো কোথায়
তার ছুটি রাখা কোনখানে?"
অসাধারণ সাম্যবাদী গান গাইলো সুমন চট্টোপাধ্যায়। হোক না গানের টার্গেট অডিয়েন্স ছাত্রছাত্রীরা, তাই বলে কি তৎকালীন বামপন্থী সুমন তার আদর্শ প্রচারে বিরত থাকতে পারে!
কিন্তু আজ, কোথায় গেল সেই সুমনের সেই আপোষহীন বামপন্থী মানসিকতা? কোথায় গেল তার বিপ্লবী সত্ত্বা? আজ আন্তর্জাতিক নারী দিবসের দিনে কবীর সুমনকে তো লিখতে দেখলাম না যে,
যে মেয়েটার মুখ ঢেকেছে
বোরখার আবছা আঁধারে,
তার স্বাধীনতা আজকেফোঁ
পায় যে দেয়াল মাঝারে।
তাহলে কি যত বিপ্লবীয়ানা খালি হিন্দুদের ক্ষেত্রে? নাম পালটে কবীর হলেই বিপ্লব শেষ? আফটার অল, ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান, তাই না?
No comments:
Post a Comment