Friday, June 12, 2020

চুপিচুপি

স্তাবক চ্যানেলগুলির ঢক্কানিনাদের মাঝে, অজয় শুক্লার মত প্রতিরক্ষা বিষয়ে অভিজ্ঞ সাংবাদিক যখন দাবী করেন যে লাদাখ অঞ্চলে চীন তাদের ভারতের অভ্যন্তরে অধিকৃত অঞ্চলের দখল এখনও ছাড়েনি এবং সরকার যখন সেই বিষয়ে নীরব থাকে, তখন এটা আন্দাজ করা স্বাভাবিক যে এমন কিছু সত্যিই ঘটছে যা সরকারের পক্ষে গৌরবজনক নয়। গত ১২ এবং ১৩ই মে, চীনের সৈন্যারা যে ভারতের সৈন্যদের সরাসরি সংঘাত হয় এবং ৭২ জন ভারতীয় সৈন্যকে, চিকিৎসার জন্যে স্থানান্তরিত করা হয়, অজয় শুক্লার এই দাবী কিন্তু এখনও খন্ডন করেনি সরকার।



তারমানে লাদাখের গালোয়ান ও পেনং অঞ্চলে, কোভিডের কারণে ভারতীয় সেনা তাদের নিয়মিত টহলদারি বন্ধ করার সুযোগে, চীন ভারতের ভূখণ্ডের কিছু অংশ দখল করেছে এবং ভারতীয় সৈন্যদের আক্রমণও করেছে। পাকিস্তান নিয়ে গলাবাজি করা সরকারের, চীনের আগ্রাসন নিয়ে নীরবতা অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছে। পাকিস্তানের বেলায় যে পেটোয়া চ্যানেলগুলি, মোবাইল টাওয়ারের সিগনাল ধরে, বালাকোটে নিহতদের সংখ্যা অবধি বলে দিচ্ছিল আজ জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যে ঢাকঢাক গুড়গুড় চলছে, সেটা মোটেই ভারতের পক্ষে সুখকর নয়।

প্রতিরক্ষামন্ত্রীর থেকে একটা 'কড়ি নিন্দা' তো দেশবাসী আশা করতেই পারে, তাই না?

No comments:

Post a Comment