সমুদ্রপাড়ে ভেসে আসা একটি শিশুর নিথর দেহ কাঁপিয়ে দিয়েছে সারা পৃথিবীর মানবিক সত্বাকে। সিরিয়ান রিফিউজি পরিবারের এই শিশুটির এই মর্মান্তিক পরিনতির কারন সিরিয়াতে IS কর্তৃক ইসলামিক শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা। ইংল্যান্ড থেকে কানাডা- সম্পূর্ণ উত্তর গোলার্ধের রাজনৈতিক পট বদলে দিয়েছে আলিয়ানের নিথর দেহ।
এবার দেখুন দ্বিতীয় ছবিটি। এটিও একটি নিষ্পাপ শিশুর নিথর দেহ। এক্ষেত্রেও এর মৃত্যুর জন্যে দায়ী ইসলামিক সন্ত্রাস। তবে এক্ষেত্রে বদ্ধভূমিটা সিরিয়া নয়, কাশ্মীর আর মৃত শিশুটি কাশ্মীরী পন্ডিত পরিবারভুক্ত হিন্দু। তাই বোধহয়, সারা পৃথিবী তো ছাড়, খোদ এই দেশেরই অধিকাংশ মানুষ এর খবর রাখেনি। এদেশে মুসলিমের হাতে হিন্দুর মৃত্যু যেন খুবই স্বাভাবিক।
তবে কি 'সন্ত্রাসবাদীদের কোন ধর্ম নেই'-র মত 'মৃতের কোন ধর্ম নেই' কথাটাও নেহাতই আক্ষরিক? হায় ইন্দ্রনাথ, ভাগ্যিস আজ তুমি বেঁচে নাই।
No comments:
Post a Comment