Sunday, May 8, 2022

বঙ্গ রাজনীতিতে ২০২৪

আপনাদের, মানে বিজেপি ভক্তদের, বারবার বলি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই তবুও আপনারা খেলাটা বোঝেন না বা বুঝতে চাননা। আপনারা যতই লাফালাফি করুন না কেন, ২০২৪ এ নরেন্দ্র মোদী কে তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী দেখতে হলে বঙ্গ বিজেপি কে অনেক বলিদান দিতে হবে। আপনাদের সহকর্মী খুন হবে, খুনের দায়ে অভিযুক্তকেই সাদরে দলে নেয়া হবে, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা মাঝেমধ্যে রাজ্যে এসে হম্বিতম্বি করে আপনাদের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়াবে কিন্তু দিনের শেষে হাতে পড়ে থাকবে শুধুই পেনসিল। আজ যে ইস্যু নিয়ে বাজার গরম করা হচ্ছে কাল সেটা ভুলেই যাবেন কারণ বাজারে নতুন ইস্যু এসে গেছে।


এখন প্রশ্ন হচ্ছে যে ২০২৪ কেন, সেটা এমন কি বিশেষ সাল? ২০২৪ হলো প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নরেন্দ্র মোদীর শেষ নির্বাচন। ২০২৪ নির্বাচনের সময় ওনার বয়স হবে ৭৪ বছর অর্থাৎ ২০২৯ এ ওনার বয়স হয়ে যাবে প্রায় আশি। ভগবান ওনাকে দীর্ঘায়ু করুন কিন্তু সেই ঝুঁকি বিজেপি কতটা নিতে পারবে বা সেই সময় মোদী বাবুর স্বাস্থ্য কতটা স্বাভাবিক থাকবে সেটা নিয়ে আমি সন্দিহান। তাই ২০২৪ এ মোদী জিতলে, এবং সেটা প্রায় নিশ্চিত, তার শাসনকালেই উত্তরসূরী নিয়োগ হয়ে যাবে বলে আমার ধারণা। এতে মোদীর লিগ্যাসি আর উত্তরসূরীর ইমেজ - দুটোই ২০২৯ এ বিজেপি'র পক্ষে লাভজনক হবে। ঠিক যেমন জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য'র ক্ষেত্রে হয়েছিল।


এবার মোদীর উত্তরসূরী কে হবেন সেটা লাখ নয়, কোটি টাকার প্রশ্ন। সমর্থকদের কাছে যোগী আদিত্যনাথ প্রথম পছন্দ হলেও গুজরাটের প্রতিনিধি হওয়ার কারণে কর্পোরেট লবির পছন্দ হলেন অমিত শাহ। শাহ'র জনপ্রিয়তা ও কঠোর প্রশাসকের একটা ভাবমূর্তি থাকলেও সেটা অনেকটাই মোদী নির্ভর এবং তার শারীরিক অবস্থাও একটা বড় প্রতিবন্ধক। যোগীর ক্ষেত্রে জনপ্রিয়তা একটা বড় অ্যাডভান্টেজ। নিজের দ্বিতীয় পর্যায়ের শাসনে তিনি যদি, পূর্বের মতই, সমাজের সকল শ্রেণীকে শুধুমাত্র হিন্দু পরিচয়ে মিলিত করতে পারেন তাহলে তিনি দিল্লীর সিংহাসনের বড় দাবীদার হয়ে উঠবেন। কখনও কেন্দ্রীয় মন্ত্রী না হলেও পরপর পাঁচ বার লোকসভা নির্বাচনে জয়লাভ এবং প্রায় দুই দশকের দিল্লীর রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকা তার জন্যে একটা বড় অ্যাডভান্টেজ। এই দুজন ছাড়াও, নিতিন গডকড়ি বা রাজনাথ সিং এর মত কিছু নেতা দৌড়ে থাকলেও তাদের সম্পর্কে আমি আশাবাদী নই। তাদের একমাত্র সুযোগ যদি বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং সরকার গঠনের জন্যে সহযোগী দলগুলোর উপর নির্ভর করতে হয়। তবে এত বড় বড় নামের মধ্যে আমার হিসাবে একজন 'কালো ঘোড়া' আছেন আর তিনি হলেন হিমন্ত বিশ্বশর্মা। এ নিয়ে পরে কখনও লেখা যাবে।


এই হলো ২০২৪ এর মাহাত্ম্য। তাই ২০২৪ পর্যন্ত বঙ্গ বিজেপিকে বলিদান দিয়ে যেতেই হবে। কংগ্রেসকে নির্মূল করার জন্যে মোদীর কাছে মমতা ব্যানার্জী'র গুরুত্ব কতটা সেটা আগেই লিখেছি। আগ্রহীরা নীচের লিঙ্কে সেটা পড়ে নিতে পারেন। ২০২৪ এর ফল অনুযায়ী, সোজা কথায় বিজেপি'র প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী, তৈরী হবে বিজেপির পরবর্তী বঙ্গ বিজয়ের পরিকল্পনা। ততদিন বঙ্গ বিজেপির কর্মীরা শুধু লোকসভা নির্বাচন মাথায় রেখেই কাজ করে যান।


https://m.facebook.com/story.php?story_fbid=10158659084199865&id=620989864

No comments:

Post a Comment