২০২১ সালের কথা মাথায় রেখে প্রশান্ত কিশোরের নিয়োগ প্রমাণ করছে যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যে মমতা ব্যানার্জীর নিজের ভাবমূর্তির উপর ভরসায় চিড় ধরেছে। কিন্তু সাথে তার সাথে এটাও প্রমাণ করছে যে এখনও মমতা ব্যানার্জীর সেই নমনীয়তা আছে যা পরিবর্তিত পরিস্থিতিতে তাকে অন্যরকম ভাবতে সাহায্য করে। রাজনীতিতে এই নমনীয়তাই নেতানেত্রীদের নিজেদের প্রাসঙ্গিকতা ও জনপ্রিয়তা বজায় রাখতে সাহায্য করে।
প্রশান্ত কিশোর কতটা সফল হবেন সেটার উত্তর ভবিষ্যতের গর্ভে কিন্তু তার প্রাথমিক কাজ যে, মমতা ব্যানার্জীর ব্যক্তিগত ভাবমূর্তি ও সরকারের জনপ্রিয়তা পুনরুদ্ধার করা হবে, সে বিষয়ে কোন সন্দেহ নেই। মমতা ব্যানার্জী ও তার বর্তমান পরামর্শদাতাগণ যতই চোখ বুঝে থাকুন, প্রশান্ত কিশোরের মত ধুরন্দর স্ট্র্যাটেজিস্ট এটা বুঝবেন যে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল যে মুসলিম ভোট পেয়েছে, সেটা আগামীতে কমবে। এই নির্বাচনে বিজেপি যে এরকম সাফল্য পাবে, সেটা তাদের ধারণাতে ছিলনা। ইতিহাস সাক্ষী যে এই রাজ্যের মুসলমানরা সবসময়ই আঞ্চলিক দলের বদলে জাতীয় দলকে পছন্দ করে আর এই কারণেই মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মত মুসলিম বহুল জেলায় তৃণমূল কখনই সেরকম সাফল্য পায়নি যেটা অন্যান্য জেলায় পেয়েছে।
এই রাজ্যে বিজেপির বিকল্প শক্তি হিসাবে উঠে আসার ফলে, মুসলমানরা স্বাভাবিকভাবেই তাদের দিকে সরতে থাকবে। বিজেপিতে মুসলমান ভোট বৃদ্ধির ফলে তাদের মধ্যে 'সেকুলার' হওয়ার প্রবণতাও বাড়বে। এমতাবস্থায়, প্রশান্ত কিশোরের প্রাথমিক কাজ হবে মমতার #হিজাবি_দিদি ভাবমূর্তি বদলানো এবং তরুণ প্রজন্মের মন জয় করতে MSME এর অধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে #কর্মসংস্থান বৃদ্ধি করা। ইদানীং মমতা ব্যানার্জী বিভিন্ন জনসভা, সাংবাদিক সম্মেলন ও আলাপচারিতায় যে ভাষা ব্যবহার করছেন সেটা মাথায় রেখে প্রশান্ত কিশোর যদি মুখ্যমন্ত্রীর কোন মিডিয়া মুখপাত্র নিয়োগ করেন, তাহলেও আমি অবাক হবনা। কিন্তু দিনের শেষে সবটাই নির্ভর করবে মমতা ব্যানার্জী তার নিয়োজিত উপদেষ্টার কথা কতটা শুনছেন, সেটার উপর। নিয়োগের ক্ষেত্রে যে নমনীয়তা তিনি দেখিয়েছেন, পরামর্শ পালনের ক্ষেত্রেও সেই নমনীয়তা বজায় রাখলে তিনি নিজের হৃত জমির অনেকটাই পুনরুদ্ধার করতে পারেন কিন্তু নিজের স্বভাবসিদ্ধ ঔদ্ধত্যের কারণে তিনি যদি সেটা না করেন তাহলে তার আম ও ছালা- দু'টো হারাতে ২০২১ অবধি অপেক্ষা করতে হবেনা।