Monday, August 31, 2015

জুমলা

নেতাজীর অন্তর্ধান সংক্রান্ত ফাইল প্রকাশ করতে ফের অস্বীকার করল প্রধানমন্ত্রীর দফতর। জনৈক সুভাষ আগরওয়ালের আবেদনের প্রেক্ষিতে নিজেদের পেশ করা হলফনামায় প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে যে এই ফাইল প্রকাশ করলে বিদেশী রাষ্ট্রগুলির সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য যে ২০১৪ সাধারন নির্বাচনের আগে নরেন্দ্র মোদী ও তাঁর দল বিজেপি তৎকালীন ক্ষমতাশীল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের কাছে বারংবার নেতাজীর ফাইল প্রকাশের দাবী জানিয়েছিল এবং তারা সেটা না করায় ইউপিএ-র প্রবল সমালোচনা করেছিল। বিজেপির দাবী ছিল যে গান্ধী আর নেহেরুর ইমেজ বাঁচাতেই তৎকালীন সরকার নেতাজীর ফাইল প্রকাশ করছেনা।

আজ প্রধানমন্ত্রীর দফতরের পেশ করা হলফনামার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি উচিত নয় যে হয় তিনি দেশবাসীর সাথে মিথ্যাচার করার জন্যে তাদের কাছে ক্ষমা চান অথবা ইউপিএ সরকারকে অযথা দায়ী করার জন্যে ইউপিএ-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর কাছে ক্ষমা চান?

No comments:

Post a Comment